নিউজ ডেস্কঃ
স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ)-তে চট্টগ্রাম জেলা পর্যায়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে বাঁশখালী উপজেলা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত এবং চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় গতকাল চট্টগ্রাম হালিশহর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ২৯-২৮ পয়েন্টে বোয়ালখালী উপজেলাকে পরাজিত করেছে। এর আগে একই দিনে অনুষ্ঠিত সকাল ৯টায় ১ম সেমিফাইনালে বাঁশখালী উপজেলা ৩৬-২৮ পয়েন্টে আনোয়ারা উপজেলা এবং সকাল ১০ টায় ২য় সেমিফাইনালে বোয়ালখালী উপজেলা ৬০-১৫ পয়েন্টে মিরসরাই উপজেলাকে হারিয়ে দেয়। এ জয়ের ফলে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো বাঁশখালী উপজেলা। আগামী ২ থেকে ৪ এপ্রিল জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা একই ভেন্যুতে শুরু হবে। এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশ নেবে। ঐ প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন ও রানার্স ২টি দল চূড়ান্ত পর্যায়ে খেলার টিকিট পাবে।
এদিকে ফাইনালে হেরে রানার্স আপ হলেও মাঠে অনমনীয় দৃড়তা প্রদর্শন করেছে বোয়ালখালী উপজেলার খেলোয়াড়রা। খেলার শুরু থেকে প্রায় সমান তালেই গতবারের চ্যাম্পিয়ন বাঁশখালী উপজেলার বিরুদ্ধে খেলতে থাকে। এমনকি বিরতী পর্যন্তও ২১-১৯ পয়েন্টে এগিয়ে ছিল। এক সময় মনে হয়েছিল শিরোপা হয়তো বাঁশখালীর গ্রিপ থেকে বের হয় যাচ্ছিলো। কিন্তু অনেকটা ওস্তাদের মার শেষ রাতেই মতোই কারিশমা দেখিয়ে জয় করায়ত্ব করে নেয় বাঁশখালীর খেলোয়াড়রা। তবে খেলা শেষে বোয়ালখালীর খেলোয়াড় ও কর্মকর্তারা রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হয়েছেন বোয়ালখালী উপজেলা দলের অধিনায়ক আরাফাত হোসেন চৌধুরী। এদিকে চ্যাম্পিয়ন বাঁশখালী উপজেলা দলে মো. জাফর ইকবাল ম্যানেজার এবং সুজন সিকদার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের পুলিশ সুপার ও সিজেকেএস এর সহ-সভাপতি নুরে আলম মিনা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান। সহকারি পুলিশ সুপার জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ লাইনের আর আই আব্দুল ওহাব, সিজেকেএস নির্বাহী সদস্য ও কাবাডি কমিটির সম্পাদক তানভীর হায়দার চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মো. কামালউদ্দিন, সিজেকেএস কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দিন, সদস্য ফরহাদ মুনির ও গিয়াসউদ্দিন বাবরসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ