প্রেস বিজ্ঞপ্তিঃ
অভিনব আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপন করেছে চট্টগ্রামের অন্যতম আলোচিত সাংস্কৃতিক সংগঠন নবরব।
অভিনব আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপন করেছে চট্টগ্রামের অন্যতম আলোচিত সাংস্কৃতিক সংগঠন নবরব।
গতকাল বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ভ্রাম্যমান ইসলামিক কনসার্ট ও বিভিন্ন আয়োজন করে সংগঠনটি।
অশ্লীল গান বা নাচ নয়, ইসলামী গান ও দোয়ার মাধ্যমেই লাখো শহীদকে স্মরণ করা হয়।
নবরবের পরিচালক এইচ এম খলিলুর রহমান বলেন, বাঙ্গালির পরাধীনতার শৃঙ্কলমুক্তির দিনে আমরা চেষ্টা করেছি আমাদের মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্বরণ করতে।
তিনি বলেন, আজ যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলার বুকে মাথা উঁচিয়ে গর্বভরে উড়ছে লাল-সবুজে রাঙ্গানো বিজয় নিশান পতাকা তাদের স্বরণ করাই আমাদের উদ্দেশ্য ছিল।
নির্বাহী পরিচালক শোয়াইব বিন ফজলুল করিম বলেন, আজ সারা বাংলাদেশ শহীদদের স্মরণ করছে পরম বেদনা আর প্রগাঢ় শ্রদ্ধা ভরে। শহীদরা মরেও অমর মৃত্যুঞ্জয়ী। সারাটি জীবন থাকবে আমাদের হৃদয় সিংহাসনে। কখনো ভুলবেনা বাঙ্গালি শহীদদের এই মহান ত্যাগমহিমার কথা।
0 মন্তব্যসমূহ