বাঁশখালীর ছনুয়া ৯নং ওয়ার্ড রিফিজিঘোনা আশরাফ আলী সড়ক তিনটি গ্রামের যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন হাঁটু পরিমাণ কাঁদাযুক্ত এই সড়কের উপর দিয়ে চলাচল করত তিন এলাকার মানুষ।শিক্ষার্থীসহ সবার পোহাতে হত অসহনীয় দূর্ভোগ।অবশ্য আজ সেই দূর্ভোগের অবসান ঘটালেন উপমহাদেশের অন্যতম ক্যালিওগ্রাফার লায়ন মোহাম্মদ আমিরুল হক(এমরুল কায়েস)।জেলা পরিষদের অর্থায়নে ওই সড়কের ব্রিকসলিংয়ের উদ্ধোধন করেছেন তিনি।এসময় ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্ভার আবু তাহের,সমাজ সেবক আবু ছিদ্দিকসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিফিজিঘোনার বাসিন্দা কামাল হোসাইন(৩১)বাঁশখালী নিউজকে বলেন,"বর্ষা মৌসুমে এসড়কে চলাচল করতে নরক যন্ত্রণা অনুভব করতাম।আলহামদুলিল্লাহ এমরুল কায়েস সাহেব আমাদের দূর্ভোগ লাঘবে সড়কের উন্নয়ন কাজের উদ্ধোধন করেছেন।এজন্য আমি ওনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই"।লায়ন আমিরুল হক বাঁশখালী নিউজের এ প্রতিবেদকে বলেন,"স্বাধীনতার পরে ৪৫ বছর পেরিয়ে গেলেও এই গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত ছিল এলাকার মানুষ।সর্বোপুরী নিজেকে ধন্য মনে করি এসড়কের ব্রিকসলিং উন্নয়ন কাজের উদ্ধোধন করলাম।এলাকার উন্নয়নের অংশীদার হতে পেরে আমি গর্বিত।বাঁশখালীর সব অজপাড়া গাঁ আমি উন্নয়নের আলোয় আলোকিত করতে চাই।"
রিফিজিঘোনার বাসিন্দা কামাল হোসাইন(৩১)বাঁশখালী নিউজকে বলেন,"বর্ষা মৌসুমে এসড়কে চলাচল করতে নরক যন্ত্রণা অনুভব করতাম।আলহামদুলিল্লাহ এমরুল কায়েস সাহেব আমাদের দূর্ভোগ লাঘবে সড়কের উন্নয়ন কাজের উদ্ধোধন করেছেন।এজন্য আমি ওনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই"।লায়ন আমিরুল হক বাঁশখালী নিউজের এ প্রতিবেদকে বলেন,"স্বাধীনতার পরে ৪৫ বছর পেরিয়ে গেলেও এই গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত ছিল এলাকার মানুষ।সর্বোপুরী নিজেকে ধন্য মনে করি এসড়কের ব্রিকসলিং উন্নয়ন কাজের উদ্ধোধন করলাম।এলাকার উন্নয়নের অংশীদার হতে পেরে আমি গর্বিত।বাঁশখালীর সব অজপাড়া গাঁ আমি উন্নয়নের আলোয় আলোকিত করতে চাই।"
0 মন্তব্যসমূহ