বাঁশখালীর কাহারঘোনা বিদ্যুৎ
সংযোগ উদ্বোধন ও গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় ও
কাহারঘোনা এলাকার ১১০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠান গত
শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবু
বকর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও অর্থ ও পানি
সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী
এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, এমপির একান্ত সচিব, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বাশার, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, সরল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আজাদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, আগামী
১ বছরের মধ্যে সারা বাঁশখালী শতভাগ বিদ্যুতায়ন করা হবে। তার জন্য কাজ করে
যাচ্ছে সরকার। এছাড়া তিনি বর্তমান মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী
করে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ।
যেখানে কোন গরীব থাকবে না। এর আগে এমপি খানখানাবাদের জেলে পাড়ায় ১৮৩ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
সুত্র:দৈনিক আজাদী
যেখানে কোন গরীব থাকবে না। এর আগে এমপি খানখানাবাদের জেলে পাড়ায় ১৮৩ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
সুত্র:দৈনিক আজাদী
0 মন্তব্যসমূহ