চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব–২১) প্রতিযোগিতায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাঁশখালী উপজেলা। গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ ফাইনালে বাঁশখালী উপজেলা ২৫–২৩ পয়েন্টে শক্তিশালী প্রতিপক্ষ আনোয়ারা উপজেলা হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে। বাঁশখালী উপজেলার ইফতেখার উদ্দিন ইফ্তি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এর আগে অনুষ্ঠিত প্রতিযোগিতার ২টি সেমিফাইনালে বাঁশখালী ২১–১৮ পয়েন্টে বোয়ালখালীকে এবং আনোয়ারা ৩২–১৫ পয়েন্টে চন্দনাইশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা শেষে প্রধান অতিথি সিটি মেয়র আজম নাছির উদ্দীন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পুলিশ সুপার ও সিজেকেএস সহ–সভাপতি নুওে আলম মিনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এ সময় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র ও সিজেকেএস কাবাডি কমিটির চেয়ারম্যান চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিজেকেএস যুগ্ম–সম্পাদক আমিনুল ইসলাম ও শাহজাদা আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দোলা রেজাসহ অন্যান্যের মধ্যে সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, আনম ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য ও কাবাডি কমিটির সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর কাজী মইনুল হক মহিউদ্দিন, এইচ.এম. সোহেল, হারুন আল রশীদ, মো দিদারুল আলম, মো. লুৎফুল করিম সোহেল, মো. নাছির মিয়া, কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক শাহ জালাল উদ্দিন, সদস্য মুজিবুর রহমান, আব্দুল মাবুদ, জাতীয় ক্রীড়াবিদ সুনীল কৃষ্ণ দে প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেকেএস কাবাডি কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু।
সুত্র: দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ