জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া,চট্টগ্রাম
মায়ানমারের আরাকান রাজ্যে জাতিগত নিধন, রাষ্ট্রীয় গণহত্যা, নৃঃশংসতার
শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিককে মানবিক সেবা প্রদান
পূর্বক বিভিন্ন তারিখ ও সময়ে কক্সবাজার আশ্রয় শিবিরে প্রেরণ করেছে
সাতকানিয়া থানা পুলিশ।
এর মধ্যে ২৪শে অক্টোবর আরো ৩ রোহিঙ্গাকে কক্সবাজারে প্রেরণ করা হয়। ইতিমধ্যে ধারাবহিকভাবে ৭ বার অভিযান চালিয়ে এই পর্যন্ত রোহিঙ্গাকে ক্যাম্পে প্রেরণ করেছে সাতকানিয়া থানা পুলিশ।১ম
দফায় ১সপ্তাহ অভিযান চালিয়ে ২১তারিখে ১৪২ জন,২২তারিখে ১৫জন,২৩ তারিখে
৪জন,২৫তারিখে ৪জন,২৬ তারিখে জন, ১ই অক্টোবর ৩জন এবং ২৪শে অক্টোবর ৩জনকে
মানবিক সেবা প্রদান পূর্বক ক্যাম্পে প্রেরণ করা হয়
৭ম বারে প্রেরণকৃত
রোহিঙ্গা শরণার্থীরা হল ১.সাইদুল আমিন (২৫) পিতা-বশির আহমদ ২. হোছেনা খাতুন
(৪৮) স্বামী-বশির আহমদ ৩. সাইদুল আমিন এর পুত্র।
সাতকানিয়া থানাধীন
কেরানীহাটে অবস্থান করাকালে তথায় চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ হাসেম
এর নেতৃত্ব টিম আগত রোহিঙ্গাদের মানবিক সেবা প্রদান পূর্বক কক্সবাজার আশ্রয়
শিবিরে প্রেরণ করেন।
এই বিষয়ে থানা পুলিশ সার্বক্ষণিক নজারদারী অব্যাহত রেখেছেন বলেও এক বিবৃতিতে জানা যায়।
0 মন্তব্যসমূহ