মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
ছনুয়া আবাখালী একটি অবহেলিত গ্রাম।কত জনপ্রতিনিধি আসে আর যায়।কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার ৪৬বছর পেরিয়ে গেলে এই গ্রামের মানুষ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত।ওই গ্রামের জনগুরুত্বপূর্ণ ৬০নং পাড়া সড়কটি খুব জরাজীর্ণ একটি রাস্তা।যে রাস্তা দিয়ে যাতায়াত করে প্রায় ৫০হাজার মানুষ।সামান্য বৃষ্টিতে এই সড়কে যাতায়াত করা এক প্রকার দূরহ ব্যাপার।আজ শুক্রবার সকাল ৮টা থেকে স্বেচ্ছাশ্রমে এই সড়কটি সংস্কারে আপ্রাণ চেষ্টা চালাল অলী মিয়া সিকদার বাড়ী তরুণ একতা সংঘ।জনগুরুত্বপুর্ণ এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলাকার তরুণদের নিয়ে গঠিত এই সড়কটি।অলীমিয়া সিকদার বাড়ী তরুণ একতা সংঘের সকল সদস্যের নিয়ে ওই এলাকায় জড়ো করে রাস্তাটির খনাখন্দক ভরাট করা হয়।
এব্যাপারে জানতে চাই সংগঠনের সভাপতি মোঃ আনসার সিকদার বাঁশখালী নিউজকে বলেন,"প্রান্তিক জনপদ ছনুয়ার ৬০নং পাড়া এই সড়কটিতে যাতায়াতে খুব দূর্ভোগ পোহাতে হত এলাকাবাসীকে।মানুষের এই কষ্ট দেখে এই সড়কটিতে সংস্কারে এগিয়ে এসেছে আমাদের সংগঠন।যতদিন বেঁচে থাকি ততদিন সংগঠনের হয়ে মানবতার উন্নয়নে কাজ করে যাব।"
এদিকে জনগুরুত্বপূর্ণ এসড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে আসায় এলাকার সর্বস্তরের জনসাধারণ ছনুয়া অলীমিয়া তরুণ একতা সংঘের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ