সংবাদদাতা:
প্রায় দীর্ঘ ৭/৮ বছর অভিভাবক হীন হয়ে পড়ে আছে বাঁশখালীর ৩নং খানখানাবাদ ইউনিয়নের প্রধান ( হযরত বড় মাওলানা শাহ্ সড়ক)। এই সড়কটি প্রায় ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্য। এই সড়ক দিয়ে প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোকের যাতায়াত এবং শত শত কিন্ডারগার্ডেন, স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র - ছাত্রীর প্রতিদিনের আসা - যাওয়ার সড়ক। কারণ এই সড়কের এক পাশে অবস্থিত বিশাল এক বাজার যে বাজারটি বড় বড় চারটি প্রধান সড়কের সংযোগ যেখানে হাজার হাজার প্রতিদিন মানুষের আনাগোনা। এবং এই সড়কের এক পাশে আছে একটি ডিগ্রী কলেজ, একটি দাখিল মাদ্রাসা,একটি মাধ্যমিক বিদ্যালয় ও অনেক গুলো কিন্ডারগার্ডেন স্কুল। অন্য পাশে অর্থাৎ সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত বিশাল কদম রসুল সমুদ্র সৈকত দেখতে যায়। অথচ সে প্রধান সড়ক টি এত টা বেহাল অবস্থা সম্পূর্ণ যোগাযোগ অনুপযোগী দেখলে মনে হবে যেন মাছ চাষ করার ছোট ছোট সব ফুস্কুনি।এলাকার মানুষদের কাজ থেকে জানা যায় গত ৭/৮ বছর আগে ঠিকাদার এই সড়কটি পিচ করার লক্ষ্য ব্রিক সলিন তুলে পেলে কিন্তু কে বা কারা ঠিকাদার থেকে চাঁদা দাবী করায় ঠিকাদার কাজ পেলে পালিয়ে যায়। সে থেকে আজ পর্যন্ত এই প্রধান সড়কটি দিন দিন জমির সাথে মিলে কূপে পরিনত হচ্ছে। নেতা নেত্রিরা আসে যাচ্ছে দেখে ওয়াদা করে যাচ্ছে কিন্তু এলাকা বাসীর দাবী কোন পরিবর্তন হচ্ছেনা। ইউনিয়ন বাসী বলেন নতুন করে আবার বাজেট ঘোষনা করা হয়েছে কিন্তু বর্তমান চেয়ারম্যান এর দ্রুতগতি প্রচেষ্টা থাকলে খুব শিগ্রয় কাজ শুরু হবে ইউনিয়ন বাসী আশাবাদী।ইউনিয়ন বাসীর এত কষ্ট একটু বৃষ্টি পড়লে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব ইউনিয়ন বাসীর দাবী সরকার প্রতিনিধির কাছে খুব শিগ্রয় এই শুষ্ক মৌসুমে যেন এই সড়কের কাজ যেন শেষ করা হয়।
0 মন্তব্যসমূহ