মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালীর কালীপুর সদর আমিন হাটে আজ বুধবার
মুদি মালামালের গোডাউন থেকে একটি বিলুপ্ত প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।আজ
বুধবার দুপুরে এঘটনা ঘটে।ইতিমধ্যে বিলুপ্ত প্রজাতির বিষাক্ত এ সাপটি দেখতে
কালীপুর সদর আমিন হাটে ভিড় জমিয়েছে হাজার হাজার উৎসুক জনতা।জানা
যায়,কালীপুর সদর আমিন হাটে কামাল নামের এক মোদি দোকানী তার গোডাউনে মালামাল
আনতে গেলে একটি সাপ দেখতে পায়।পরবর্তীতে সে স্থানীয় কয়েকজন লোককে নিয়ে
সাপটি ধরে ফেলে।বর্তমানে সাপটি খাঁচায় বন্দি রয়েছে।সাপটি দেখতে যাওয়া সোহেল
সারোয়ার নামের এক যুবক বাঁশখালী নিউজকে বলেন,"সাপটি বাঁশখালী ইকোপার্কে
অবমুক্ত করা হতে পারে।এব্যাপারে বনবিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছে।"একই
কথা বলেন সোহেল রানা নামের আরেকজন যুবক।তবে আরমান হোসেন নামের একজন লোক
বাঁশখালী নিউজকে বলেন,"এলাকার লোকজনের মুখে খবর পেয়ে ছুটে এসেছে এই সাপটি
দেখতে।প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।প্রশাসনের লোকজন এসে সাপটি মেরে ফেলবে বলে
শুনেছি।তাছাড়া কালীপুর বন বিভাগের রেঞ্জ অফিসেও খবর দেওয়া হয়েছে।"বিষাক্ত
এই সাপটি থেকে বিষ উৎপাদন করা যাবে বলে ধারণা সেখানে উপস্থিত লোকজনের।
0 মন্তব্যসমূহ