বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনার গ্রামের মেয়ে সুরাইয়া জান্নাত।পিতা দক্ষিণ চট্টলার সিংহ পুরুষ,বিশিষ্ট ওয়ায়েজীন মাওলানা আক্তারুজ্জামান।যিনি একজন নামকরা আলেম,এক নামেই পরিচিত ব্যক্তি।তার মেয়ে সুরাইয়া জান্নাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটে ১ম স্থান অধিকার করেছে।বাঁশখালী নিউজকে সুরাইয়া জান্নাত বলেন,"আমি আইনের উপর সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মানবসেবার মহান ভ্রত নিয়ে যুক্ত হতে চায়।এজন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।"
মাওলানা আক্তারুজ্জামান বাঁশখালী নিউজকে বলেন,"পরম করণাময় আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে আমার মেয়ে সুরাইয়া চিটাগাং ভার্সিটির 'বি' ইউনিটে প্রথম স্থান অধিকার করেছে।আমি আল্লাহ তা,আলার নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করি।আমার মেয়ের জন্য এলাকাবাসীর দোয়া চাই।"
উল্লেখ্য,সুরাইয়া জান্নাত রাজাখালী বি.ইউ.আই ফাজিল মাদরাসা থেকে চবির ভর্তিযুদ্ধ অংশ নেয়।ডি ইউনিটেও ২১তম স্থান অধিকার করে এক অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন।এদিকে সুরাইয়ার এই মহান কৃতিত্বে বিভিন্ন স্তরের মানুষ তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ