মোহাম্মদ বেলাল উদ্দিন:
বাঁশখালীতে এস এস পাওয়ার প্ল্যান্টের
বিরোদ্ধে ভুমি জবর দখলের বিরোদ্ধে ভুমি মালিকদের এক প্রতিবাদ সভা অাজ ১৬
অক্টোবর সোমবার এস এস পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২ এর নির্ধারিত জায়গা
অালেকদিয়ায় অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ভুমি মালিক সাবেক ইউনিয়ন
অাওয়ামিলীগের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ
সমাবেশে ভুমি মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গন্ডামারা ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান কুতুব উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন চৌধুরী, অাতিক চৌধুরী, অালী
হায়দার চৌধুরী অাসিফ, দিনার উদ্দিন চৌধুরী প্রমুখঃ।
বক্তাগন অত্যন্ত ক্ষোভের সাথে বলেন,
অামাদের এলাকার সার্বিক উন্নয়ন, এলাকার গরীব-দুঃখী-মেহনতি মানুষের
কর্মসংস্থানের প্রতিশ্রুতি, এলাকায় কলেজ-বিশ্ববিদ্যালয়-মেডিকেল প্রতিষ্ঠার
প্রতিশ্রুতিতে অামরা নিজেদের বাপদাদার পৈতৃক জমি বিক্রয় করে এস অালম
গ্রুপকে কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রথম থেকেই সহযোগিতা করে
এসেছিলাম। কিন্তু সময়ের ব্যবধানে অামাদের সে ত্যাগ এস অালম কর্তৃপক্ষ ভুলে
গিয়ে অামাদের সাথে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নতো দুরের কথা, অালেকদিয়ায়
অল্পকিছু জায়গা ক্রয় করে ইদানিং অামাদের অবিক্রিত জায়গা অনেকটা জবর দখল করে
মাটি ভরাট করে যাচ্ছে, যা সম্পুর্ণ বেঅাইনী। এব্যাপারে নিয়মতান্ত্রিক ভাবে
কর্তৃপক্ষের কাঁছে অভিযোগ জানানো হলেও তার প্রতি কোন ভ্রুক্ষেপ না করে
কর্তৃপক্ষ প্রশাসনের ভয় দেখিয়ে নিজেদের খেয়াল খুশিমত কাজ করে যাচ্ছে। এ
অবস্থা চলতে থাকলে অামরা ভূমির মালিকরা তা চোখ বুঝে দেখে থাকার কোন
যৌক্তিকতা নেই, অামরা এখন থেকে অামাদের জমির মালিকানা ধরে রাখতে এবং
পাশাপাশি অামাদের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জিবন দিয়ে এস অালম
কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা রুখে দাঁড়াতে বাধ্য হব। বক্তারা হুঁশিয়ালী
উচ্চারন করে বলেন, যেসব অবিক্রিত জমিতে মাটি ভরাট করা হয়েছে সে মাটি
অবিলম্বে সরিয়ে না নেওয়া পর্যন্ত অালেকদিয়ায় কোন কার্যক্রম পরিচালনা করা
হলে পরবর্তি যে কোন পরিস্থিতির দায়ভার তাদেরকেই বহন করতে হবে। সমাবেশ
পরবর্তিতে ভুমি মালিকরা এস এস পাওয়ার প্ল্যান্টের চলমান কার্যক্রম এলাকায়
বেশ কটি সাইনবোর্ড ও ব্যানার টাঙ্গিয়ে দেয়।
0 মন্তব্যসমূহ