বাঁশখালীর ২ ব্যক্তির সৌদিতে মৃত্যু নিয়ে এলাকায় ধু¤্রজাল

বাঁশখালী খানখানাবাদের ব্যক্তির চাকুরী ব্যবসার সুবাদে সৌদিআরবের রিয়াদ যাওয়ার পর গত ২৪ জুন মোহাম্মদ জসিম (৫০) ছুরিকাহত হয়ে মোহাম্মদ ইসমাইল (২৪) সড়ক দুর্ঘটনায় মারা যান। জসিমের লাশ গত শুক্রবার (২০ অক্টোবর) রাতে নিজ গ্রামে পৌঁছার পর গতকাল শনিবার দুপুরে খুপিয়া ডোংরাগ্রামে দাফন করা হয়েছে। অপর দিকে মোহাম্মদ ইসমাইলের লাশ আগামী সপ্তাহে (২৭ অক্টোবর) দেশে পৌঁছার কথা রয়েছে। একই দিনে সৌদি আরবের রিয়াদে ২ব্যক্তির মৃত্যু নিয়ে বাঁশখালী ডোংরা গ্রামের লোকদের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ব্যাপারে সৌদি আরবে মামলা হয়েছে বলে জানিয়েছে। জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের খুপিয়া ডোংরা গ্রামের মৃত খুইল্যা মিয়ার ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন সৌদি আরবের রিয়াদে দীর্ঘদিন ধরে চাকুরি ব্যবসা করে আসছিল। দেশে আসার পর খুপিয়া ডোংরা গ্রামে আবু বক্করের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৪) কে মৃত্যুর মাস পূর্বে মৃত মোহাম্মদ জসিম সৌদিআরবে নিয়া যায়। নিহতদের সাথে ঢাকা সিলেটের লোকজনও ব্যবসা বাণিজ্যে জড়িত ছিল। খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের মোহাম্মদ জসিম মোহাম্মদ ইসমাইল একই বাসায় বসবাস করত। গত ২৪ জুন (২৬ রমজান) দুর্বৃত্তদলের হাতে শরীরের বিভিন্ন অংশে ১৭টি ছুরিকাঘাত হয়ে জসিম উদ্দিন মারা যান। একইদিন সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসমাইলও মারা যান। একই দিনে সৌদি আরবে ২জনের মৃত্যু নিয়ে বাঁশখালী উপজেলার খানখানাবাদে ২সমাজের মধ্যে ১ম পর্যায়ে দ্বন্দ্বও শুরু হয়ে যায়। পরে সমাজপতিদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল শনিবার মোহাম্মদ জসিম উদ্দিনের দাফন সম্পন্ন হলেও অপরজনের লাশ দেশে আসেনি। খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দীন চৌধুরী বলেন, খুপিয়া ডোংরা গ্রামের মোহাম্মদ জসিম মোহাম্মদ ইসমাইল সৌদি আরবে ব্যক্তির মৃত্যু নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছিল। বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মোহাম্মদ জসিমের লাশ শুক্রবার এলাকায় পৌঁছার পর পারিবারিক কবরে দাফন করা হয়েছে। আগামী সপ্তাহে মোহাম্মদ ইসমাইলের লাশ বাঁশখালীর খানখানাবাদে পৌঁছার কথা রয়েছে। সৌদি সরকারের কাছে নিহত পরিবারের লোকজন আবেদনের পর তথ্য উপাত্ত যাচাই করে লাশ হস্তান্তরের জন্য প্রক্রিয়াধীন চলছে। তবে এই ব্যক্তির মৃত্যু নিয়ে কী হয়েছে মামলার রিপোর্টেই জানা যাবে
সুত্র: দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ