বাঁশখালীতে অতিরিক্ত ফি আদায়ে শীর্ষে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়

চট্টগ্রামের বাঁশখালীর প্রান্তিক জনপদ ছনুয়া।এই প্রান্তিক জনপদের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠেছে।সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে অনিয়মের পসরা সাজিয়েছেন আলোচিত একই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হোসাইন শরীফি।ওই স্কুলে নিয়মিত ক্লাস না হওয়া ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের জন্য পুরো বাঁশখালীতে আলোচিত ওই শিক্ষক।জানা গেছে,২০১৭সালের এসএসসি পরীক্ষায় শিক্ষাবোর্ডের নিয়মানুযায়ী মানবিক ও ব্যবসায় শিক্ষা ১৫৫০ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কাছ থেকে ১৬০০টাকা ফি নির্ধারণ করে দেওয়ার পরও শিক্ষাবোর্ডের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ৩৫০০-৪০০০টাকা আদায় করছে স্কুল কর্তৃপক্ষ।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানান,আমি খুবই দরিদ্র পরিবারের সন্তান।আমার পক্ষে এত টাকা দেওয়া কাহিল হবে।জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসাইন শরীফি বলেন,সরকারী নিয়ম মোতাবেক অনলাইন ফি সহ ৩৫০০টাকা নেওয়া হচ্ছে।অনলাইন ফি সহ ১৮০০টাকা আদায়ের নিয়ম রয়েছে বললে এ প্রতিবেদক জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান প্রধান শিক্ষক মোঃ হোসাইন শরীফি।এদিকে দরিদ্র মানুষের এক প্রান্তিক জনপদ ছনুয়ার দরিদ্র অভিভাবকরা বিশাল অঙ্কের চাঁদা আদায়ে অনেকটা বিপাকে পড়েছেন।তারা অতিরিক্ত টাকা আদায়ে হিমশিম খাচ্ছেন।তবে এব্যাপারে ইউএনও মহোদয়কে অবহিত করে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান এক অভিভাবক।এদিকে ছাত্রছাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় থেকে রেহায় পেতে অভিভাবকরা সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সুত্র: দৈনিক জনতার বাণী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ