মোহাম্মদ ছৈয়দুল আলমঃ
চট্টগ্রাম বাঁশখালীতে আওয়ামীলীগের দুই পক্ষে সংর্ঘষের ঘটনায় এম.পির চাচা, পি.এস সহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বঁশাখীলী থানায়। মামলায় আরো ২০-৩০ জন আসামী অজ্ঞাত আছে বলে উল্লেখ্য করেন।
চট্টগ্রাম বাঁশখালীতে আওয়ামীলীগের দুই পক্ষে সংর্ঘষের ঘটনায় এম.পির চাচা, পি.এস সহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বঁশাখীলী থানায়। মামলায় আরো ২০-৩০ জন আসামী অজ্ঞাত আছে বলে উল্লেখ্য করেন।
চট্টগ্রাম ১৬ আসন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী হয়ে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ কবির লিটন সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার বিকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহতদের মাধ্যে এখনও কয়েক জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের মোঃ নাজেম উদ্দীন চৌধুরীর ছেলে মোঃ আনিসুল হক চৌধুরী বাদী হয়ে বাঁশখালী থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে। এম.পির চাচা ও সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীকে, ২নং আসামী করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাকে।
মামলা সূত্র জানা যায়। বাঁশখালী উপেজলাধীন জালিয়াঘাটার এলাকার মৃত নুরুচ্ছাফা ছেলে রশিদ আহমদ প্রকাশ ডাকাত রশিদ (৩৫), তার ভাই হারুন ডাকাত (৩০), একই এলাকার মৃত লোকমানের ছেলে জসিম (২৭), কালীপুরের সোহাগুর রহমানের ছেলে নাদিম (২৯), সরলের হাসনের ছেলে শফি আলম প্রঃ ডাকাত শইফ্যা (৪৫), সরল ৩নং ওয়ার্ডের পিতা অজ্ঞাত আলী হোসেন প্রঃ ডাকাত আউল্ল্যা (২৬), বৈলছড়ীর পিতা অজ্ঞাত কাশেম (২৭), সরলের দানু মিয়ার ছেলে বাবুল (৩০), চেচুরিয়ার ফিরোজ চৌধুরর ছেলে ইমরানুল হক ফাহিম (২৮), চাপাছড়ির মোঃ কালুর ছেলে শওকতুল ইসলাম (৩৫), ডোংরার ৪নং ওয়ার্ডের মনির আহমদের ছেলে মোঃ ওয়াসিম (৪০), ডোংরার ৫নং ওয়ার্ডেওর সামশুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল ডাকাত (৪০), রায়ছটার ৯নং ওয়ার্ডের ম্ন্সুীর ছেলে মোঃ ফরহাদ (৪১), পশ্চিম ইলশার ফজল কাদেরের ছেলে আবুল কালাম (৩৫), চাপাছড়ির সাইফুর হকের ছেলে মঞ্জরুল আলম (৩১), রতœপুরের শফিক আহমদের ছেলে খোরশেদুল আলম (৩৯), পূর্ব চাম্বল মৃত সিরাজুল ইসলামের ছেলে ইফতেখার হোসেন তালুকদার (২৮), পিতা ও বয়স অজ্ঞাত খালেক, ছনুয়া ইউণিয়নের খুদুকখালীর আবদুল হকের ছেলে সামশুল আলম (৪৫), তার ভাই আব্দুল আওয়াল সহ আরো ২০-৩০ জন অজ্ঞাত আসামী দেখিয়া বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।
0 মন্তব্যসমূহ