নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে গত ১৩ নভেম্বর
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষা সমাপনি
অনুষ্ঠানের আয়োজন করা হয়। তড়িৎ প্রকৌশল বিভাগের সহায়তায় ও এই বিভাগের
চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সন। বিশেষ
অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ ইব্রাহিম, বিজ্ঞান অনুষদের ডিন
প্রফেসর ড. তৌফিক সাঈদ ও তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক টুটন চন্দ্র
মল্লিক প্রমুখ। প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন তাঁর বক্তব্যে বলেন,
বিজ্ঞানের কল্যাণে আজকের বিশ্ব আগেকার বিশ্বের চেয়ে পৃৃথক। আইটি ক্রমশ
বিশ্বকে বদলে দিচ্ছে। এক সময় দূর-দূরান্তর থেকে ফোনে স্বজনদের সাথে যোগাযোগ
স্থাপন ছিল খুবই কঠিন, কিন্তু এখন নয়। এখন ইমো, ভাইবার, হোয়াটস অ্যাপ
প্রভৃতির মাধ্যমে সহজেই একে অপরের কাছাকাছি থাকা যায়, একে অপরের সাথে প্রতি
মুহূর্তে কথা বলা বা যোগাযোগ করা যায়। প্রধান অতিথি এটাকে পৃথিবীর বিশাল
পরিবর্তন মন্তব্য করে বলেন, এ-ধরনের অনেক পরিবর্তনের কারণে বিশ্ব ছোট হয়ে
আসছে। ১৪ তম ব্যাচের শিক্ষার্থী শরণ বড়–য়া ও হুমায়রা ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক সাহীদ মো. আসিফ
ইকবাল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নূর, সিএসই বিভাগের সহকারী
অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী, কিংশুক ধর, সৈয়দ মিনহাজ হোসাইন-সহ তড়িৎ
প্রকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক
তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক সাইফুদ্দিন মুন্না ও সুমনা সেন।
সুত্রঃ দৈনিক পুর্বকোণ
0 মন্তব্যসমূহ