মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা মধুখালীর হেদায়েত আলী পাড়ার নুরুল আবছারের স্ত্রী কমরুন্নেছা(২২) পেকুয়া উপজেলার রাজাখালী বকশিয়া ঘোনা গ্রামে তার বাপের বাড়িতে বেড়াতে গিয়ে আত্নহত্যা করেছে।স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে কমরুন্নেছাকে সিলিং ফ্যানের সাথে কমরুন্নেছাকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পেকুয়া থানায় খবর দেয়।পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বাঁশখালী নিউজকে মুঠোফোনে বলেন,"ছনুয়া ইউনিয়নের নুরুল কাদেরের ছেলে মোঃ নুরুল আবছারের স্ত্রী কমরুন্নেছা ৩দিন আগে তার বাপের বাড়ি রাজাখালী বকশিয়া ঘোনায় বেড়াতে আসে।তিন দিনের মাথায় অজানা কারণে গতকাল বুধবার রাত ৯টার দিকে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করে।"কমরুন্নেছা রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা গ্রামের আবুল কাশেমের মেয়ে।এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্নহত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পেকুয়া থানা পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদার বলেন,"খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।লাশের সুহরতাল করার পর প্রাথমিকভাবে আত্নহত্যার কারণ জানা যাবে।
0 মন্তব্যসমূহ