আহলে সুন্নাত ওয়াল জামা'ত, গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখা ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় আগামী ৮ রবিউল আউয়াল,২৮ নভেম্বর মঙ্গলবার পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্টিত হবে।
জুলুছ সকাল ৭ টায় হালিয়া পাড়া মনছফ আলী শাহ (রহঃ) এর মাজার যিয়ারতের মাধ্যমে শুরু হবে, কাথরিয়া বাজার এসে পথসভা হবে, এবং কাথরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনাধীন বাগমারা অলী শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসার ময়দানে এসে জমায়েত হবে।
বয়ান,মিলাদ-কিয়াম ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করার মাধ্যমে অনুষ্টান শেষ হবে।
সার্বিক সহযোগীতায় থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা কাথরিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সবাইকে জুলুছে অংশগ্রহন করে আল্লাহ ও তার রাসুল (দ:) এর রেজামন্দি হাসিল করার জন্য অনুরোধ করছি।
জুলুছ সকাল ৭ টায় হালিয়া পাড়া মনছফ আলী শাহ (রহঃ) এর মাজার যিয়ারতের মাধ্যমে শুরু হবে, কাথরিয়া বাজার এসে পথসভা হবে, এবং কাথরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনাধীন বাগমারা অলী শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসার ময়দানে এসে জমায়েত হবে।
বয়ান,মিলাদ-কিয়াম ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করার মাধ্যমে অনুষ্টান শেষ হবে।
সার্বিক সহযোগীতায় থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা কাথরিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সবাইকে জুলুছে অংশগ্রহন করে আল্লাহ ও তার রাসুল (দ:) এর রেজামন্দি হাসিল করার জন্য অনুরোধ করছি।
সালামান্তে
আল্লামা মুফতি নেছার উদ্দীন মুনিরী
সদস্য সচিব
জুলুছ প্রস্তুতি কমিটি ২০১৭ই -প্রেস বিজ্ঞপ্তি
আল্লামা মুফতি নেছার উদ্দীন মুনিরী
সদস্য সচিব
জুলুছ প্রস্তুতি কমিটি ২০১৭ই -প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্যসমূহ