মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ও শেখেরখীল এবং কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লাখো মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী সড়ক।প্রায় ২২বছর আগে এলজিইডির অর্থায়নে সড়কটির সংস্কার করা হয়।সংস্কারের পর থেকে এই সড়কে আর কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।দুঃখের বিষয় সংস্কারের পর চালু করা বাস সার্ভিসও বন্ধ হয়ে গেছে।জরাজীর্ণ এ সড়ক দিয়ে চলাচল করা নাজুক হয়ে পড়েছে।বিশেষ করে ছাত্রছাত্রী ও হাসপাতালে রোগীদের আনা নেওয়ায় অসহনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।বাঁশখালী উপজেলা সদরে কোনো রোগী নিয়ে গেলে রোগীর অবস্থা কাহিল হয় সড়ক দিয়ে গেলে।এলাকাবাসী বর্ষা মৌসুমে যান চলাচল সম্পুর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশংকা করেছেন।সরেজমিন পরিদর্শনে দেখা যায়,শেখেরখীল মৌলভীর দোকান থেকে শুরু করে ছনুয়া জেটিঘাট পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।রাস্তা নয় এ যেন মিনি পুকুর।
এব্যাপারে ছনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি এম.জিল্লুল করিম শরীফি বাঁশখালী নিউজ কে বলেন,এমপি সাহেব চলতি অর্থ বছরে জনগুরুত্বপুর্ণ সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
এব্যাপারে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক ছানুবী বাঁশখালী নিউজ কে বলেন,”সড়কটি সংস্কার কাজের জন্য টেন্ডার আহবান করা হয়েছে।শিঘ্রই কাজ শুরু হবে”।এদিকে এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করে পুনরায় বাস সার্ভিস চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
0 মন্তব্যসমূহ