বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির উদ্দ্যেগে বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও গ্রাম ডাক্তার সমাবেশ’১৭ সম্পন্ন


মোহাম্মদ ছৈয়দুল আলম:
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির উদ্দ্যেগে চট্টগ্রামের বাঁশখালীতে সাইন্টিফিক সেমনিার ও গ্রাম ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির কেন্দ্রী মহাসচিব ডা. মো. আইয়াজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এফবিবিএস, এমডি (ডার্মাটোলজী এমপিএইচ (নিপসম), এমওএমসিএইচ-এফপি, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগ ডা. শ্যামলী দাশ, প্রধান বক্তা ছিলেন এসবিবিএস, এমডি (কর্ডিওলজী), এফএপিএসআইসি, চীফ কনসালটেন্ট এন্ড ক্যাথল্যাব, এএফসি হেলথ ফরর্টিস হার্ট ইন্সটিটিউ চট্টগ্রাম এর ডিরেক্টর, ডা. এ.এম শরিফ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি-বাঁশখালী শাখার সভাপতি মুনির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নেফ্রোলজি চট্টগ্রামের  সিনিয়র কনসালটেন্ট, প্রফেসর ডা. রাজেল এল.শেরকে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলার সভাপতি ডা. মৃদুল কান্তি দাশ, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি চট্টগ্রমা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মামুনুর রশিদ। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. মীর হোসেন মাসুম, জলদী আধুনিক হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম শোয়াইবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট এর ফ্যাসিলিটি ডিরেক্টর মি. বিনোদ সিং প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ