ছনুয়ায় সন্ধার সময় চোরের হানা!

 মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
আজ রবিবার সন্ধা ৬টা ২০মিনিটের সময় ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের জগদা বাপের পাড়া চুরি করার জন্য হানা দেওয়ার খবর পাওয়া গেছে।জানা গেছে,মধুখালী জগদা বাপের বাড়ির জনৈক আবুল কাশেমের বসত বাড়ির রান্না ঘরে চুরি করতে ঢুকে পড়ে।এসময় বাড়ির কর্তা আবুল কাশেম রান্না ঘরে নাড়াচাড়া করার শব্দ পান।তখন তিনি রান্না ঘরে গিয়ে দেখেন পাম্প মেশিন দুজন চোর নিয়ে যাচ্ছে।আবুল কাশেমের চিল্লা পাল্লায় মূহুর্তে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড় জমে যায়।চুরি করতে আসা দুজন দৌড়ে ধান ক্ষেতে লুকিয়ে পড়ার কারণে তাদের ধরা সম্ভব হয়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত ধান ক্ষেতে লুকিয়ে থাকা চোরদের ধরতে চেষ্টা চালায় গ্রামবাসী।কিন্তু দুই চোর ধান ক্ষেতের মাঝখান দিয়ে ততক্ষণে অনত্র সরে যাওয়ার কারণে তাদের ধরা সম্ভব হয়নি।উল্লেখ্য,গতকাল শনিবার মধ্যরাতেও একদল ডাকাত ডাকাতি করতে হানা দেয় মছন ফকির পাড়া এলাকায়।জরুরি কাজ সেরে বাড়িতে ফেরার সময় ছনুয়া ২নং আ.লীগের সেক্রেটারী মোজাম্মেল হক একদল ডাকাতকে ডাকাতির প্রস্তুতি নিতে দেখেন।তবে ডাকাতের মুখোশ পরিহিত অবস্থায় থাকার কারণে এসব ডাকাতদের শনাক্ত করা যায়নি বলে জানান মোজাম্মেল হক।এসময় ডাকাত দল মোজাম্মেলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।প্রাণে বাঁচতে তাৎক্ষণিক মছন ফকির পাড়া সাইক্লোন সেন্টারের পিলারের আড়ালে চলে যান তিনি।এদিকে ইদানিং এভাবে চোর-ডাকাতের উপদ্রভ বেড়ে যাওয়ার কারণে অনেকটা আতংকের মধ্যে রাত যাপন করছে ছনুয়ার জনসাধারণ।সচেতন মহল এব্যাপারে প্রশাসনে জোরালো হস্তক্ষেপ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ