বাঁশখালী আইন শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা সম্প্রতি উপজেলা ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, আলাওল কলেজ অধ্যক্ষ মো. ইদ্রিস, চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ডা. তৌহিদুল আনোয়ার, সাংবাদিক অনুপম কুমার অভি প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, পাহাড় কাটা বন্ধ করতেই হবে। এছাড়াও ছড়া থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ