মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
পাঠকের অবিরাম ভালোবাসায় হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করা বাঁশখালীর প্রথম ও সর্বাধিক পঠিত অনলাইন www.banskhalinews.com নিউজ পোর্টাল বাঁশখালীনিউজ.কম এর পেইজের https://www.facebook.com/BanskhaliNews/ লাইক সংখ্যা এখন ২০হাজারের অধিক ছাড়িয়ে গেছে।তাছাড়া এই পোর্টালের ভিজিটর সংখ্যা,ফলোয়ার আছেন প্রায় দেড় লক্ষাধিক।পাঠকের অফূরন্ত ভালোবাসাকে পুঁজি করে আমাদের পথচলা।আমাদের পাঠক,সংবাদদাতা,শুভানুধ্যায়ীগণকে বাঁশখালী নিউজের পক্ষ থেকে এক রাশ ফুলেল শুভেচ্ছা।বাঁশখালী নিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তস্থল থেকে।আপনার পাশে ঘটে যাওয়া ঘটনাবলি আমাদের পত্রিকায় তুলে বাঁশখালী নিউজের যাত্রা পথের সঙ্গী হতে পারেন আপনিও!যেকোনো ছড়া-কবিতা,প্রবন্ধ-নিবন্ধ,আপনার পাশে ঘটে যাওয়া খবরাখবর আমাদের পেজের ইনবক্সে পাঠালে সরাসরি পোর্টালে প্রকাশ করা হবে।ইউনিয়ন প্রতিনিধি হিসেবেও কাজ করতে পারেন।
0 মন্তব্যসমূহ