নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী নিউজ:
বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ত করেন, অত্র সংগঠনের
উপদেস্টা, বাঁশখালী
শ্রমিকলীগের সহ- সভাপতি নুরুল আবছার চৌধুরী। প্রধান
অতিথি হিসাবে উপস্তিত ছিলেন চাঁদপুর চা বাগানের পরিচালক জনার আবুল
বাশার। প্রধান আলোচক হিসাবে
উপস্তিত ছিলেন, বাংলাদেশ গ্রাম
ডাক্তার ঐক্য কল্যাণ সৌসাইটি, বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃরমিজ
আহমদ। উপস্তিত
ছিলেন যুবনেতা আবদুল মন্নান, প্রধান অর্গানাইজার সায়েদ হাসান আরফাত, মরহুমের সন্তান
তায়েফুল ইসলাম। অন্যান্যদের মধ্য উপস্তিত ছিলেন, আরিফ, মিজান, মঈন উদ্দিন, মোশারফ, সিরাজ, হাসান, মারুফ, জিয়া আবির, প্রমূখ।
আর্থিক ও সার্বিক ব্যাবস্তাপনায় ছৈয়দুল ইসলাম। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্য ৩৩৭ জনের ব্লাড গ্রুপিং নির্নয়
করা হয়।
0 মন্তব্যসমূহ