দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমান ৪র্থ বার সিআইপি নির্বাচিত হওয়ায় বাঁশখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
নভেম্বর ২১, ২০১৭
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী নিউজ: চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমানকে ৪র্থ বারের মত সিআইপি নির্বাচিত হওয়ায় বাঁশখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামস্থ দৈনিক পূর্বদেশ কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, যুগ্ম সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, যুগ্ম সম্পাদক দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক পূর্বদেশ এর সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আবদুল্লাহ ও রাহুল দাশ নয়ন, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের।
0 মন্তব্যসমূহ