বাঁশখালী উপজেলায় সাধনপুরে শীলপাড়ার সেই পোড়াবাড়িতে ১৮ নভেম্বর দুপুরে নিহত ১১ জন হত্যার ১৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। নিহতদের স্মরণে নিহত পরিবারের পক্ষ থেকে শোক ও প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পুলিন বিহারী সুশীল। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী আদালতের পিপি অধ্যাপক বিকাশ রঞ্জন ধর, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ, রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আতাউল রহমান ও ন্যাপ বাঁশখালী উপজেলা সভাপতি ডা. আশীষ শীল। বক্তব্য রাখেন সুনীল শীল, জাহাঙ্গীর আলম, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী, ফেরদৌসুল হক মেম্বার, আবদু রহমান মেম্বার, সুনীল শীল, জিয়াউল আরিফ প্রমুখ। নিহত পরিবারের সদস্য শিক্ষক নির্মল কান্তি শীলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৪ বছর পরও এ জঘন্যতম হত্যাকা–ের বিচার হয়নি। ১১ হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান বক্তারা।
সুত্রঃদৈনিক পুর্বকোণ
0 মন্তব্যসমূহ