বাঁশখালীতে আ’লীগের দুই পক্ষে সংর্ঘষের ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবিদ্ধ ৭

 মোহাম্মদ ছৈয়দুল আলমঃ 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শিল্পপতি আবদুল্লাহ কবির লিটন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনন্ত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে স্থানীয় আওযামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা রয়েছে। বাঁশখালীর প্রধান সড়ক দেলাইয়ার দোকান এলাকায় আজ বৃহস্পতিবার ০৯ নভেম্বার বিকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে ৭জন গুলিবিদ্ধ হয়েছেন। সূত্র জানা যায়, স্থানীয় বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আগামী সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের সমর্থকদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল চারটার সময় বাঁশখালী পৌরসভাস্থ গ্রীণ পার্কে আবদুল্লাহ কবির লিটন সংমর্থকদের পক্ষ থেকে আয়োজিত একটি সভায় আবদুল্লাহ কবির লিটনকে প্রধান সড়কে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে এর জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলিতে অন্তত ৭জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেন বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন। হাসপাতাল সূত্র জানা যায়, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এসেছে ৫জন গুলিবিদ্ধ ব্যক্তি। বাঁশখালী আধুনিক হাসপাতালে দুই জন চিকিৎসাধীন রয়েছে বলেও জানা যায়। বৈলছড়ী ইউপি সদস্য তাঁর নাম মো. জামাল। তিনি গুরুতর আহত হয়েছেন। চিকিৎসক রেশমি বিশ্বাস জানান, জামালের বুকে ও পিঠে গুলি লেগেছে। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ মোল্লা বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় পুলিশ অবস্থান করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ