প্রেস বিজ্ঞপ্তিঃ
বাঁশখালীর আধুনিক ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান,উপকূলীয় পাবলিক লাইব্রেরী পরিচালিত"ছনুয়া উপকূলীয় আদর্শ বিদ্যাপীঠ"এর হাজ্বী কালামিয়া পাড়া ও খুদুকখালী ক্যাম্পাসে আগামী ৩০ডিসেম্বর শনিবার থেকে ভর্তি কার্যক্রম আরম্ভ হবে।ভর্তি সংক্রান্ত ফরম আবাখালী ফোরকানিয়া মাদরাসা থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।বিষয়টি বাঁশখালী নিউজের এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরীর নির্বাহী পরিচালক সাংবাদিক সাইফি আনোয়ারুল আজীম।
ছনুয়া উপকূলীয় আদর্শ বিদ্যাপীঠের আবাখালী ক্যাম্পাসের জন্য পাঁচ জন দক্ষ,কর্মট,ত্যাগী শিক্ষিকা আবশ্যক।মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সম্মান
বেতন ভাতা আলোচনা সাপেক্ষে।আগ্রহীদেরকে ১জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ:সাংবাদিক সাইফি আনোয়ারুল আজিম(নির্বাহী পরিচালক) 01820500622
0 মন্তব্যসমূহ