মেয়েটির বলা মতে নাম এস্তেফা (১১)। সে চট্টগ্রাম বাঁশখালীর টইটংস্থ মধুখালীর জুনায়েদ আহমেদের মেয়ে এবং তার আপন মামার নামও জুনায়েদ। গত ২ দিন পূর্বে বাবা-মায়ের সাথে রাগ করে ঘর থেকে চলে আসে। তার সাথে থাকা মোবাইল ফোন ছিনতাইকারীরা নিয়ে যায় এবং তার হতে বর্তমানে কোন টাকা পয়সা কিংবা মূল্যবান জিনিসপত্র নাই।
উক্ত মেয়েটিকে চট্টগ্রাম দেওয়ানহাট এলাকায় অসহায় অবস্থায় পেয়ে মোঃ বাপ্পি খান নামের একব্যক্তি তার বাসায় নিয়ে যায়। বর্তমানে মেয়েটি উক্ত ব্যক্তির পরিবারের হেফাজতে আছে। মেয়েটিকে কেউ চিনে থাকলে তার পরিবারকে জানিয়ে নিন্মের মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
যোগাযোগঃ
মোঃ বাপ্পি খান, দেওয়ানহাট চট্টগ্রাম,
মোবাইলঃ 01621-409380
[বিঃ দ্রঃ দয়া করে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ রইল]
0 মন্তব্যসমূহ