অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ মোস্তাফিজুর রহমান বলছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোয় স্বীকৃতি লাভ করায় আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করি। ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কিছুই করতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই দেশ উন্নতির দিকে এগিয়ে গেছে। আমি সাধারণ জনগণের পাশে আছি, থাকব। বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ ভবন মাঠে ৩০ নভেম্বর আনন্দ শোভাযাত্রা শেষে বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি পুলিন বিহারী সুশীল। বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আ.লীগ সহ সভাপতি আবু সৈয়দ, আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন রবি, বাঁশখালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, আ.লীগ নেতা অধ্যাপক ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, সরল ইউনিয়ন আ.লীগ সভাপতি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান সোলতানুল গণি চৌধুরী লেদু মিয়া, চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, মোস্তাক আলী টিপু, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, চৌধুরী মোহাম্মদ গালিব, মাহফুজুর রহমান চৌধুরী, জিল্লুর করিম শরীফি, নীলকণ্ঠ দাশ, মুজিবুর রহমান চৌধুরী, ইবনে আমিন, সেলিম উদ্দিন, আবুল হোসেন ভুট্টু, বেদার উদ্দিন তালুকদার, ছাইদুর রশিদ, জামাল উদ্দিন, টুটুন চক্রবর্ত্তী, নুরুল আবছার, মুজিবুর রহমান তালুকদার, মোহাম্মদ হামিদ উল্লাহ, কায়েস মোহাম্মদ সুমন, আবদুল ওদুদ লেদু, মাহফুজুর রহমান, ইমরুল হক চৌধুরী ফাহিম, মিজান সিকদার, মোরশেদুর রহমান প্রমুখ।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ