প্রেস বিজ্ঞপ্তিঃ
বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্টিদের মাঝে রেডক্রিসেন্টের ত্রান বিতরন ২৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার গন্ডামারার বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাংগনে সম্পন্ন হয়। ডাঃ শফিউল অাজমের সভাপতিত্বে বাঁশখালী যুবলীগের প্রভাবশালী সদস্য এম,এ মালেক মানিকের সঞ্চালনায় উক্ত ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঁশখালী উপজেলার সংসদ সদস্য বাংলাদেশ অাওয়ামীলীগ বাঁশখালী উপজেলার সভাপতি অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।বিশেষ অথিতি ছিলেন, বাংলাদেশ অাওয়ামীলীগ বাঁশখালীর দপ্তর সম্পাদক বাবু শ্যামল দাশ, বাংলাদেশ অাওয়ামী যুবলীগ বাঁশখালীর সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম,সাধারন সম্পাদক সুফি অালম সওদাগর, গন্ডামারা ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল অালম। রেডক্রিসেন্ট সোসাইটির ডিজেস্টার রেসপন্স বিভাগের ডিরেক্টর নাজমুল অাজম খান, প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান,ইউনিট অফিসার রফিকুল কাদের, প্রকল্প ওয়াস অফিসার শফিউল্লাহ, রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট অফিসার অাবদুর রশিদ খান, সেল্টার অফিসার মুজিবুল হক, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ অাহামদ, ছনুয়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরিফী, বাঁশখালী যুবলীগের সদস্য এম, এ মালেক মানিক, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শিহাবুল হক সিকদার, উপজেলা ছাত্রলীগের সিঃ যুগ্ম- সম্পাদক মিজান সিকদার, দক্ষিন জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক নাঈমুদ্দিন মাহাফুজ, গন্ডামারা ইউনিয়ন অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, অাবু সালেক সিকদার, শহিদুল্লাহ বাদশা, ডাঃ রিদুয়ান, জসিম উদ্দিন, মোহাম্মদ শরীফ, গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল-২ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ শরীফ, গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান অানোয়ার বাদশা, গন্ডামারা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি এমরান উদ্দিন, ইনজামামুল হক সিকদার প্রমুখ।
0 মন্তব্যসমূহ