মোহাম্মদ ছৈয়দুল আলম:
মহান
বিজয় দিবস উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ হতে বর্ণাঢ্য
অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয়
শহীদ মিনারে সকল সংগঠন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ৩১ বার
তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করেন।
পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে
অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে
কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন। এরপর বাঁশখালী উপজেলা পরিষদ
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মোল্লা।
অনুষ্ঠানের
প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর
রহমান চৌধুরী এমপি।
বাঁশখালী উপজেলা কৃষি
কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত
ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুর
রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, বাঁশখালী থানা অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক ও
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল
দাশ, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম,
সাবেক
সাংসদ এডভোকেট সুলতান উল কবির চৌধুরীর পুত্র চট্টগ্রাম দক্ষিণ জেলা
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, কালীপুর
ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান
এডভোকেট বদরুদ্দীন চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন, মহিলা
আওয়ামীলীগের সভানেত্রী রেহানা আক্তার কাজেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান
চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাদের দেশ ও জাতির গর্বিত সন্তান। বর্তমান সরকার
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।
এর
ধারাবাহিকতা বজায় রাখতে আগামী প্রজন্মকেও মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানে
এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ
থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ