আব্দুল করিম লতিফী
এই দেশের রাজনীতির নীতি
আজ বড়ই অসহায়.
তাই তো এই দেশ-জাতি
আজ দুঃখে মরে হায়,
সময়ের এই প্রজন্ম নাকি জানে
নীতি মানি জুলুমের মহড়া.
নীতি মানি তা না যা আজ অজনা
প্রজন্ম কে জানান সে চিন্তা চেতনা,
নীতিবাদীরা নিজেদের নিয়ে
হয়ে গেছে আজ ব্যস্ত.
ক্ষমতাধরদের আঘাতে
আহ এই জাতি আজ ক্ষিপ্ত,
রাষ্ট্রযন্ত্র থেকে নীতিবাদীগণ
হয়ে যাবে যবে বহুদুর.
তখন নীতি নয় তো অসহায়
দ্বিন গুনবে অপমৃত্যুর,
কুলষিত মুক্ত রাজনীতির নীতি
ফিরাতে একটাই প্রয়োজন.
নীতিবাদীদের জড়ো শ্লোগানে
দেশ-জাতির প্রতি শুধুইআহ্বান।
0 মন্তব্যসমূহ