বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রলীগ - সোহাগ

মোঃ ফরহাদুল ইসলাম চৌধুরীঃ
বোয়ালখালীতে ছাত্রলীগের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। ‘সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ হতে হবে। এ সোনার মানুষ গড়াকারিগর ছাত্রলীগ। নিয়মিত পড়াশোনা করতে হবে। তবেই সোনার মানুষ হওয়া যাবে। আজ ১৩ ডিসেম্বর (বুধবার) বিকেলে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুর রহমান সোহাগ আরো বলেন, ‘‘আমরা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি, ‘সততার কারণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে ৩য় হয়েছেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ এক সময় বাংলাদেশের সম্পদ হলেও আজ সেই ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় তা বিশ্ববাসীর সম্পদে পরিণত হয়েছে। এর থেকে শিক্ষা নিতে হবে।’

তিনি বলেন, ‘জঙ্গিমাতা খালেদা জিয়ার দুর্নীতি কথা বিশ্ব মিডিয়া উঠে এসেছে। তার পরিবার দেশকে লুটেপুটে খেয়েছে। সেই জিয়া পরিবার বিশ্বে দুর্নীতি পরিবার হিসেবে পরিচিত পেয়েছে। এদেশের এতিম ও মেহনতি মানুষের অর্থ বিদেশে পাচার করেছিলো জিয়া পরিবার। তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়া জামায়াত শিবিরকেও প্রতিহত করার ঘোষণা দেন তিনি।’

উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ছাত্রলীগ না হলে মুক্তিযুদ্ধই হতো না। আর এ যুদ্ধ না হলে বাংলাদেশ হতো না। ছাত্রলীগ নেতারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল ভূঁইয়া তানভীর, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম, স্কুল বিষয়ক উপ-সম্পাদক সৈয়দ আরাফাত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমদ ইমু, কেন্দ্রীয় সদস্য সাবরিনা চৌধুরী, আবদুর রহিম শামীম, উপ-সম্পাদক রেজাউল করিম বাপ্পী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল। 

এছাড়াও সমাবেশে জেলা-উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সকাল ১০:৫০ ঘটিকায় বিমানযোগে চট্টগ্রাম এয়ারপোর্ট পৌঁছেন। ১২টা নাগাদ চট্টগ্রাম সার্কিট হাউজ অবস্থান করেন পরে  বিকাল ৪টায় বোয়ালখালী সমাবেশে যোগ দিলেও ২টা থেকে উপজেলার বিভিন্নস্থান থেকে ছাত্রলীগের কর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন এবং ছাত্রলীগের কর্মীদের স্বতস্ফুর্ত উপস্থিতি আশার মাত্রা ছাড়িয়ে যায় বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম বোরহান উদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ