ভোলায় মাদক বিরোধী সমাবেশ ও সাইকেল র‌্যালী

জে এম নাঈম হাসান, ভোলা :-
ভোলা পুলিশের মাদকের  বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় মাদক বিরোধী সমাবেশ ও সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর ) সকাল ১১টায় জেলা পুলিশের  উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশ শেষে বর্ণাঢ্য সাইকেল র‌্যালীর উদ্বোধন করা হয়। সাইকেল র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এ সময় উপস্হিত ছিলেন বরিশাল রেঞ্জর  ডিআইজি শফিকুল ইসলাম  বলেন, তিনি বলেন এই অঞ্চল থেকে মাদকের স্ব-মূলে বিনাশ করার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। সেবন কারী ও মাদক ব্যাবসায়ীদের বিভিন্ন সামাজিক কর্মসুচীর মাধ্যমে এর থেকে তাদের ফিরিয়ে আনার চেষ্টা কর যাছি। তাদেরকে পূর্ণবাসনের জন্য কাজ করে করেছি। এসময় তিনি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে নিজ থেকে সচেতন হয়ে মাদকের ভয়াল গ্রাস থেকে প্রজন্মকে রক্ষা করার জন্য এগিয়ে এসে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগীতা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। আরো বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. মোক্তার হোসেন। এর পর ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (বিপিএম)’র নের্তৃত্বে স্কুল, কলেজ সহ সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি মাদক বিরোধী সাইকেল র‌্যালীর আয়োজন করেন। র‌্যালীটি বাংলা স্কুল মাঠ থেকে শুরু করে ভোলা সদর থানার সামনে এসে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ