বাঁশখালীর
শেখেরখীল ইউনিয়নের নাপোড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের স্ত্রী
জান্নাতুল নাঈম (২৩) মেয়ে সন্তানটির জন্ম দিয়েছেন। সকাল ৮টা ৪০ মিনিটে
শিশুটির জন্ম হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
আবাসিক মেডিকেল অফিসার ডা.তৌহিদুল আনোয়ার বাংলানিউজকে বলেন, সদ্যোজাত
শিশুটির ব্রেইনসহ মাথার খুলির উপরের অংশ নেই। গর্ভে থাকা অবস্থায় মায়ের
শরীরে ভাইরাসের সংক্রমণের শিশুটি এই ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে। মায়ের শরীরে
ভাইরাসের সংক্রমণের প্রকাশটা বাচ্চার মাধ্যমে হয়েছে। সাধারণত এই ধরনের
নবজাতক বাঁচে না।
জন্মের পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানো বিভাগে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মায়ের শরীরে কি ধরনের ভাইরাসের সংক্রমণ হয়েছিল সেটা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন এই চিকিৎসক।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
সিনিয়র স্টাফ নার্স নাহিদা আক্তার মজুমদার বাংলানিউজকে জানান, নরমাল
ডেলিভারিতে জন্ম নেওয়া শিশুটির ওজন ৩ কেজি ২০০ গ্রাম। শরীরের চেয়ে মাথা
অস্বাভাবিক ছোট। প্রসূতি সুস্থ আছেন।
জান্নাতুল নাঈমের আগেও একটি তিন বছরের ছেলে আছে বলে জানিয়েছেন নাহিদা।
সুএঃ চট্টগ্রাম প্রতিদিন।
0 মন্তব্যসমূহ