নিউজ ডেস্কঃচট্টগ্রামের
বাঁশখালী উপজেলার পৌর সদরের ৬নং ওয়ার্ড কেবল মহাজন পাড়া এলাকায় প্রবাসীর
স্ত্রী মনি দাশ (৩৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা
ঘটেছে। খবর পেয়ে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টায় বাঁশখালী হাসপাতাল হতে
থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর সদরের কেবল মহাজন পাড়া গ্রামের প্রবাসী সাধন দাশের স্ত্রী মনি দাশ (৩৫) মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তাছাড়া অভাব অনটনের সংসারে ঘানি টানতে গিয়ে গৃহবধু হিমশিম খাচ্ছিলেন বলে স্থানীয়রা জানায়। গত ৮ মাস পূর্বে গৃহবধুর স্বামী ওমানে পাড়ি জমায়। সেখানেও তার স্বামী আয়-রোজগার তেমন করতে না পারায় মানসিক সমস্যায় ভোগছিলেন বলে জানায় এলাকাবাসী। যন্ত্রণা সইতে না পেরে রবিবার বিকাল ৪টার দিকে বাড়ির ছাদের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির অন্যান্য লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর সদরের কেবল মহাজন পাড়া গ্রামের প্রবাসী সাধন দাশের স্ত্রী মনি দাশ (৩৫) মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তাছাড়া অভাব অনটনের সংসারে ঘানি টানতে গিয়ে গৃহবধু হিমশিম খাচ্ছিলেন বলে স্থানীয়রা জানায়। গত ৮ মাস পূর্বে গৃহবধুর স্বামী ওমানে পাড়ি জমায়। সেখানেও তার স্বামী আয়-রোজগার তেমন করতে না পারায় মানসিক সমস্যায় ভোগছিলেন বলে জানায় এলাকাবাসী। যন্ত্রণা সইতে না পেরে রবিবার বিকাল ৪টার দিকে বাড়ির ছাদের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির অন্যান্য লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রঃ আমার বাঁশখালী
0 মন্তব্যসমূহ