বাঁশখালী নিউজ ডেস্কঃ
বাঁশখালী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ২য় দিনের অনুষ্ঠান বাঁশখালী বিজয় মেলা পরিষদের কো–চেয়ারম্যান ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত বিজয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ– সভাপতি ওয়াশিকা আয়েশা খাঁন এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এমএ হান্নান মনজুর, চাঁদপুর বেলগাঁও চা বাগানের ম্যানেজার আবুল বাশার।এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, আবু ছৈয়দ চৌধুরী, রেহেনা আক্তার কাজেমী, রয়ান জন্নাত, রাহুল দাশ ও জহির উদ্দীন বাবর। আর ও উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য, মেলা পরিষদের মহাসচিব খোরশেদ আলম,পুলিশ পরিদর্শকআতাউর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন,মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির গৌরবের ইতিহাস। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছে অতীতে কোন সরকার তা করেনি।
0 মন্তব্যসমূহ