বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল সোমবার বাঁশখালীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলামের নেতৃত্বে গণমিছিলটি পৌরসভার মিয়ার বাজার থেকে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণশেষে উপজেলা পরিষদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি আলমগীর কবির চৌধুরী, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক বিএনপি নেতা আনিসুর রহমান, দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. কাশেম চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফিজুর রহমান চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, ফজলুল কাদের, নজরুল ইসলাম চৌধুরী, মুবিনুল ইসলাম, আশেক এলাহী সোহেল, চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, সৈয়দুল আলম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব দেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রীকে ভয় পায় বলেই বার বার মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ম্যাডামকে হয়রানি করা হচ্ছে। এসব হয়রানি ও ষড়ন্ত্রের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের জনগণ। বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজনৈতিকভাবে বড় দল হিসেবে কর্মীদের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে। হাজার হাজার দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রমাণ করে আমাদের দলের মধ্যে কোনো বিরোধ নেই, ভেদাভেদও নেই।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ