আদম বেপারির খপ্পরে পড়ে বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেলোয়ারের (২৫) পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। টাকা ফেরত চাইলে উল্টো ওই পরিবারকে মামলায় হুমকি দিচ্ছে আদম বেপারি। এতে ওই অসহায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।
জানা গেছে, পূর্ব কাথারিয়া ইউনিয়নের নবাব মিয়ার ছেলে দেলোয়ার হোসেন আদম ব্যবসায়ী ফারুক সিদ্দিকির কাছে বিদেশ যাওয়ার জন্য ৬ লাখ টাকা দেন। সেই সুবাদে ফারুক সিদ্দিকি দেলোয়ারককে ভিসা দিয়ে সৌদি আরবে পাঠায়। দেলোয়ার বিদেশে যাওয়ার পর তাকে কোন কাজ দেয়া হয়নি। সেখানে তাকে নির্যাতন করা হতো দিনের পর দিন।
টাকা ফেরত চাইলে উল্টো বিভিন্ন হুমকি দিয়ে পরিবারকে একের পর এক হয়রানি করে আসছে।,এ ব্যাপারে ওই এলাকার ১০-১৫ জন গ্রামবাসী বলেন, প্রভাবশালী আদম ব্যবসায়ী ফারুক সিদ্দিকি বেপারি এ এলাকার বেশ কিছু লোকজন বিদেশ পাঠিয়েছে। সবাই দেলোয়ার হোসেনের মত না খেয়ে রাস্তায় দিন কাটাচ্ছে।অভিযুক্ত আদম বেপারি ফারুক সিদ্দিকির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ