সিটি কর্পোরেশন কার্যালয়ে গতকাল মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাঁশখালী বাণীগ্রাম বিজয় মেলা পরিষদের নেতৃবৃন্দ। এসময় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস। কোন মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধুর ৭ মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ঘোষণা এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের প্রেরণা যুগিয়েছিল। নেতৃবৃন্দ এসময় মেয়রকে বিজয় মেলার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেন। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাণীগ্রাম বাজার প্রাঙ্গণে ৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের মহাসচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম, বাঁশখালী মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আবুল হাশেম সিকদার মানিক, বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান বাবু স্বপন কুমার ভট্টাচার্য, সমন্বয়কারী আবু ছৈয়দ চৌধুরী, ডেপুটি কমান্ডার কবির আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আহমদ হোসেন, নুরুল আমিন, আজিমুল ইসলাম ভেদু নিরঞ্জন দাশ, ফয়েজ আহমদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্যসমূহ