আমি কন্ঠ শিল্পী নই তাতে কি? গানেই আমার স্বপ্ন!- মামুন

এন মোনালিসা মৌ, ভোলাঃ-
ভোলা দৌলতখান উপজেলার, জয়নগর ইউনিয়ানের, ১নং ওয়াড, মোঃ জাকির হোসেন চৌঃ ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুনের স্বপ্ন কন্ঠ শিল্পী হবে। গান গেয়ে জয় করবে মানুষের মন! কিন্ত তার মনের আশা এখনো পূর্ণ না হলেও চেষ্টা করে যাচ্ছে।
 
মামুন বলেন, আপনার কোন স্টুডিওর দরকার নেই, কোন বাদ্যযন্ত্রের দরকার নেই, দরকার নেই কোন আহামরি ট্যালেন্টের। শুধু একটা পিসি আর একটা হেডফোন আপনাকে খুব সহজে গায়ক বানাতে পারে। গান প্রায় সবাই গাইতে পারে, কেউ একটু কম কেউ একটু বেশি। গান যে আপনার কতো উপকারে আসতে পারে তা আপনি ভাবতেও পারবেন না! অনেকেই হয়তো ভাবেন যদি গায়ক হতে পারতেন! আসলে মেধা দেখানোর মতো সাহস সবার কাছে নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা অনেক মেধাবী কিন্তু আত্মবিশ্বাস না থাকার কারনে সামনে আসতে পারে না। তাছাড়া আরো অনেক সামাজিক সমস্যা তো আছেই। সে আরো বলেন "আমি কখনোই জনপ্রিয়তা পেতে চাই না। হুট করে জনপ্রিয়তা পাওয়ার বিষয়টা আমার পছন্দ নয়। আমি শিল্পী হতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ