প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নস্থ পূর্ব রায়ছটা গ্রামের মোঃ মনছুরুল আলম ও বেবি আক্তারের সুযোগ্য কণ্যা তাসমিন আক্তার সানিয়া রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ এর JSC পরিক্ষায় GPA-5 পাওয়ায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
৩০ ডিসেম্বর শনিবার দুপুরে JSC পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এ ফলাফল জানতে পেরে শিক্ষার্থী সহ তার স্বজনেরা আনন্দে উচ্ছ্বাসিত হয়।
তাসমিন আক্তার সানিয়া জানান, ‘JSC পরীক্ষায় আমি ভাল ফলাফল করে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি কষ্ট করে পড়াশোনা করেছি বলেই আজ ভালো ফলাফল করতে পেরেছি। আমার পিতা মাতা আমার পড়াশোনাতে সব সময় সহযোগিতা করে এসছেন। পিএসসি পরীক্ষার এই ফলাফলের পেছনে আমার পিতা মাতার ভূমিকা অনস্বীকার্য। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ।
আগামীতে এরূপ ভাল ফলাফল করে ডাক্তার হওয়ার লক্ষ্যে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
0 মন্তব্যসমূহ