ছনুয়া ইউনিয়নের অন্তর্গত মধুখালী ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।
আল মামুন ফায়সালের সঞ্চালনায় মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এতে প্রধান মুফাসচ্ছির হিসেবে তাসফীর পেশ করেন সূদুর ঢাকা থেকে আগত মাওলানা ক্বারী আবদুল্লাহ আল আমিন।
প্রধান বক্তা হিসেবে দেশ ও জাতির উদ্যেশ্যে হেদায়েতি বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক আজাদী।বিশেষ বক্তা হিসেবে মহাগ্রন্থ্য আল কোরআন থেকে তাকরির পেশ করেন মাওলানা হাসান উদ্দিন(বান্দরবন),মাওলানা নেছারুল হক(ছনুয়া),মীর মোহাম্মদ আদম(ছনুয়া) প্রমুখ।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী জামায়াতের নায়েবে আমির মাষ্টার আবদুর রহিম ছানুবী।হাজার হাজার ধর্মপ্রাণ মুসমানের পদচারণ মুখরিত হয়ে ওঠে মাহফিলের প্যান্ডেল।
0 মন্তব্যসমূহ