মুহাম্মদ ফজলুল করিম
গাঁয়ে মোদের নিদ্রা ভেংগে যায় মোরগের ডাকে,
শহরে মোদের নিদ্রা ভেংগে যায় মিতালী পাখির সুরে।
এতো সুর শুনি তবু কেন থাকি ঘুমে?
মসজিদে র ঐ পবিত্র ধ্বনি,
আসে মোর কানে।
আযান শুনি নামাজ পড়ি,
মসজিদে র ঐ ডান কোণে।
নামাজের জন্যে মাতাল আমি,
মুসলিম উম্মাহ বলে।
আযানের ধ্বনি তে জাগিয়ে তুলে মোর হ্নদয় মর্মে
,
মুসলিম হয়ে আযানের ধ্বনি শুনে কেমনে থাকো শয়নে?
ঘুমের রসে না ঘুমিয়ে
মুসলিম হয়ে আযানের ধ্বনি শুনে কেমনে থাকো শয়নে?
ঘুমের রসে না ঘুমিয়ে
,
ছুটে আসো মসজিদের ই পানে।
নামাজ শেষে আলসেমি ছেড়ে পড়তে বস্ আল কোরআন।
ছুটে আসো মসজিদের ই পানে।
নামাজ শেষে আলসেমি ছেড়ে পড়তে বস্ আল কোরআন।
ঊষার মতো জাগবো মোরা,
আকাশ পানে তারার মেলা।
(সংক্ষেপিত)
0 মন্তব্যসমূহ