মোঃআরিফ মিয়া,জামালপুর সদরঃ
সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে জামালপুরেও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়। কিন্তু প্রথম দিনেই জামালপুর জেলার সাতটি উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে ১ লাখ ১৭ হাজার ২২৪টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বেশ তোলপাড় হয়। এর সূত্র ধরেই অনুসন্ধানে বেরিয়ে আসে উৎকোচের বিনিময়ে সরকারি বিনামূল্যের অনেক পাঠ্যবই বিক্রি হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘাটতি থাকা বিপুল সংখ্যক বই ঢাকা থেকে এনে বিতরণ করার কথা কর্তৃপক্ষ স্বীকার করলেও বই ঘাটতির কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে উন্নত শিক্ষার নামে গড়ে উঠা অনিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং কেন্দ্রের কাছে বহু বই উৎকোচের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। অন্যদিকে ঘাটতি থাকা বই পরে বিতরণের কথা বলা হলেও এখনও অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেট বইয়ের মধ্যে দুই থেকে তিনটা করে বই এখনও পায়নি।জামালপুর সদর উপজেলার তুলশীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান বলেন সে এখন ৮ম শ্রেণির বই কিছু পায় নি অন্য বিদ্যালয় থেকে বই এনে ছাএ ছাএিদের দেয়।
0 মন্তব্যসমূহ