লেখক
আব্দুল করিম লতিফী
আব্দুল করিম লতিফী
কত স্বপ্ন তারুণ্য উদ্দীপনা নিয়ে
নববর্ষ করে থাকে যাত্রা শুরু.
শুভেচ্ছা ভালবাসা ভাব বিনিময়ে
নববর্ষ করে থাকে যাত্রা শুরু.
শুভেচ্ছা ভালবাসা ভাব বিনিময়ে
অভিনন্দন থাকে হৃদয়ে পুরু,
সারা বিশ্বের শহর গুলোতে
হবে আজ কত নেশার চাষ.
তরুণ তরুণী নেশাতুর হয়ে
বিদায় জানাবে বারোটি মাস,
হবে আজ কত নেশার চাষ.
তরুণ তরুণী নেশাতুর হয়ে
বিদায় জানাবে বারোটি মাস,
থার্টি ফাস্ট রাতে যে শিশু এলো
তার কি দেবে বল পরিচয়?
ইহুদি নাসারা হলিচাইল্ড বলে
মুসলিম অমুসলিম ধর্মের অবক্ষয়,
তার কি দেবে বল পরিচয়?
ইহুদি নাসারা হলিচাইল্ড বলে
মুসলিম অমুসলিম ধর্মের অবক্ষয়,
কিছু শিশু পাবে ডাস্টবিন ড্রেনে
শিয়াল কুকুর খাবে ঝোপঝাড় ডোবায়.
সারা বিশ্বে অজস্র কোটি স্বপ্ন আজও
অগোচরেই এমনি করে ঝরে যায়,
শিয়াল কুকুর খাবে ঝোপঝাড় ডোবায়.
সারা বিশ্বে অজস্র কোটি স্বপ্ন আজও
অগোচরেই এমনি করে ঝরে যায়,
বছর টা গেল খুব ঝড় ঝঞ্ঝাটে
যুদ্ধ বিগ্রহের মাঝে শান্তি নেই.
মানুষেই গড়ে জাতিসংঘের পিলার
আবার ভাঙ্গে এক নিমিষেই,
যুদ্ধ বিগ্রহের মাঝে শান্তি নেই.
মানুষেই গড়ে জাতিসংঘের পিলার
আবার ভাঙ্গে এক নিমিষেই,
আজ যে শিশু এলো বিশ্বের মাঝে
কাল তুমি কি দেবে তার অধিকার?
তোমার আনন্দ মেলার জীবন যুদ্ধ শুরু
নারীরা ভোগ্যপণ্য পুরুষেরা তাবেদার,
কাল তুমি কি দেবে তার অধিকার?
তোমার আনন্দ মেলার জীবন যুদ্ধ শুরু
নারীরা ভোগ্যপণ্য পুরুষেরা তাবেদার,
প্রতিটি বছর মাঝে দুইটি ইমেজ
শুরু দিয়ে শুরু আবার আনে শেষ.
সারা টা বছর বয়ে চলে কেমন
সুখ-দুঃখ মৃত্যুর অনন্ত আবেশ,
শুরু দিয়ে শুরু আবার আনে শেষ.
সারা টা বছর বয়ে চলে কেমন
সুখ-দুঃখ মৃত্যুর অনন্ত আবেশ,
0 মন্তব্যসমূহ