বাণীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাইফুল আলম সাইফঃ
বাঁশখালী বানীগ্রাম নতুন বাজারে মম্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাস এবং দ্রুতগামী সিএনজি মুখামুখি সংঘর্ষে নিহত ১ জন, মুমূর্ষু ২ জন। বাস (চট্টগ্রাম -জ ০৫-০০৩৮) ও সিএনজি চালিত অটোরিকশার (চট্টমেট্রো থ-১৩) মুখোমুখি সংঘর্ষে আহমদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহমদ হোসেন একই ইউনিয়নের বাণীগ্রামের বাইন্না দীঘিরপাড় এলাকায় দুলা মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী আছিয়া খাতুন (৫০)। প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা জানান, বাণীগ্রামের বাইন্নাপাড়া এলাকায় শহর থেকে আসা বাঁশখালীমুখী একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ মারা গেছেন। শরীর থেকে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হয়েছেন ওই বৃদ্ধের স্ত্রীও। গ্রাম পুলিশ নিয়ে রাস্তা থেকে মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে। গুরুতর আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হিরা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বাণীগ্রামের বাইন্নাপাড়া এলাকায় পুকুরিয়া থেকে আসা প্রেমাশিয়াগামী সিএনজি ও টইটং থেকে শহরমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ মারা গেছেন। অপরদিকে গুরুতর আহতাবস্থায় আরেকজনকে আনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত হয়েছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ