প্রেস বিজ্ঞপ্তিঃ
এসো মিলি প্রাণের টানে-এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে ‘হীরক জয়ন্তী’ অনুষ্ঠান শুরুএ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে স্কুল তথা মাঠ ও আশপাশের এলাকা।দৃষ্টি নন্দন আলোক সজ্জায় এমনভাবে সজ্জিত করা হয়েছে রাতের কালীপুর স্কুলকে চেনাই মুশকিল শুক্র ও শনিবার কালীপুর তথা বাঁশখালীবাসী উপভোগ করবেন বর্ণাঢ্য এক জাকজমক অনুষ্ঠান পুরো অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে ইতি মধ্যে গ্রহন করা হয়েছে ব্যাপক কর্মসূচী দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়। ১৯৪২ সালের ১ জানুয়ারী এ বিদ্যালয় বাঁশখালীর তৃতীয় মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কলিকাতা বিশ্ববিদ্যালয়েল অধীনে প্রথম স্বীকৃতি লাভ করে। সেই থেকে শুরু করে ৭৫ বছরে এ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বহু সাফল্য ও গৌরব অর্জন করেছে। শুভ সূচনা হবে ১২ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায়।
অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রাচীনতম দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানের উদ্ভোধনী শেষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালী। এরপর বিকালে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি বোরহান উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্ত্তী, যুগ্ম জেলা ও দায়রা জজ মু: মোশারফ হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শন কাজী নাজিমুল ইসলাম।১৩ জানুয়ারী প্রাক্তন শিক্ষার্থীদের পুনঃ মিলনী, স্মৃতিচারণ, আড্ডা শেষে অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দের সংবর্ধনা বিকালে অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহামুদুল হক, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এমরান ভুঁইয়া, প্রধান আলোচক থাকবেন লেখক ও গবেষক বেলাল বেগ, আলোচক থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্ত্তী, লেখক সাংবাদিক শওকত বাঙালী।
0 মন্তব্যসমূহ