বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং কমিটির মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়

জোবাইর বিন জিহাদী,চট্টগ্রামঃ

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ও কমিউনিটিং পুলিশিং কমিটির মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে

৭ই জানুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় অনুষ্ঠানটির আয়োজন হয়।

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গী, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্য বিবাহ ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যা,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান,সাতকানিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান, চুনতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল জলিল।

এছাড়া সাতকানিয়া থানা এসআই মোঃ সিরাজুল ইসলাম,১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাঈদ ও সাতকানিয়া-লোহাগাড়া থানার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, সংবাদিকবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। 

সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন তার গঠনমূলক বক্তব্যে উল্লেখ করেন যে, মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গী, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্য বিবাহ সম্পর্কিত কর্মকান্ড দেশ ও দেশের অগ্রগতির অন্তরায়। একটি সমৃদ্ধশালী দেশ গঠনে যেমনি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর দায়িত্ব অপরিসীম, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং যে কোন ধরনের দেশ বিরোধী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জনগণের সহযোগিতা অনস্বীকার্য। তিনি দেশ ও জাতি গঠনে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গী, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্য বিবাহ রোধে সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ