বাঁশখালীতে দুটি সড়কের উদ্বোধনে লায়ন আমিরুল হক

মোহাম্মদ বেলাল উদ্দিন, সহ-বার্তা সম্পাদকঃ
বাঁশখালীর শিক্ষা-দীক্ষায়, গ্রামীন অবকাঠামোর উন্নয়নে যিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন;বাঁশখালীবাসীর­ ভাষ্যমতে তিনি লায়ন আমিরুল হক এমরুল কায়েস ছাড়া আর কেউ নন।যিনি একজন জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের সুখ-দুঃখের ভাগীদার।এমরুল কায়েসের অবদানে প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন রাস্তাঘাট।এরই ধারাবাহিকতায় গত ২১শে জানুয়ারী রবিবার শেখেরখীল-ছনুয়া"আলহাজ­্ব শরিফা খানম"সড়কের উদ্বোধন করেন।অপরদিকে গতকাল ২২শে জানুয়ারী সোমবার ছনুয়া সাম্বলীর পাড়া ডিসি সড়কের উদ্বোধন করেন।এসময় ছনুয়া ২নং ওয়ার্ডের মেম্ভার মোঃ ইউনুছ,মোঃ জুয়েল সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ ও শরিফা আর্ট স্কুল এবং শরিফা প্রকাশনীর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আমিরুল হক এমরুল কায়েস বাঁশখালী নিউজকে বলেন,"আমার একান্ত আস্থাভাজন জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম সাহেবের সহযোগিতায় বাঁশখালী উপকূলীয় অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট সংস্কার করছি।ইতিমধ্যে আমি বাঁশখালীর বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর কাজ সমাপ্ত করেছি।বাঁশখালীর আনাচে কানাচে আমি উন্নয়নের আলো ছড়িয়ে দিতে সবার দোয়া চাই।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ